চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আপিল বিভাগের আদেশের পর এ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
শুক্রবার সকালে নির্বাচন কমিশন থেকে এ আদেশ পায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।
চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, ‘আপিল বিভাগের আদেশের কারণে লোহাগাড়ার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রামের বাকি উপজেলার ভোটগ্রহণ যথা সময়ে অনুষ্টিত হবে।’
উপজেলার নির্বাচনের তৃতীয় ধাপে আগামী রবিবার চট্টগ্রামের পাঁচ উপজেলায় নির্বাচন অুনষ্ঠিত হবে। এ উপজেলাগুলো হলো- পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং বাঁশখালী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন