চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড় সংলগ্ন চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি গেইট এলাকায় লরি (কনটেইনার বহনকাজে ব্যবহৃত) চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম ওসমান গনি (২৯)।
শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ওসমান গণি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তিনি নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার মিস্ত্রি পুকুর পাড় এলাকায় থাকনে। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার লহ্মীপুর গাজী বাড়ি এলাকার আবুল খায়েরের সন্তান বলে জানা গেছে।
বন্দর থানার এসআই আমিনুল হক জানান, বন্দরের জেটি গেইট এলাকায় রাত আড়াইটার দিকে লরিটি মোটর সাইকেল চালক ওসমান গণিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে ভোর পৌনে চারটার দিকে তিনি মারা যান। লরিটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
এদিকে, চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওসমান গণির মোটর সাইকেলটি লরির ধাক্কায় একেবারে লরির নিচে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। ফলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্য বরণ করেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর