চট্টগ্রাম নগরীতে টেম্পু উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে নগরীর ফিশারীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত পাঁচজনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, চাকতাই-কোতোয়ালী রুটের একটি টেম্পু শাহ আমানত সেতু এলাকায় যাওয়ার পথে ফিশারীঘাট ব্রিজ এলাকায় উল্টে যায়। এতে ছয় যাত্রী মারাত্মক ভাবে আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে নাম কৃষ্ণ কুমার চন্দ (৪৫) একজনকে মৃত ঘোষণ করেন চিকিৎসকরা। আহত বাকিদেরও চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত কৃষ্ণ কুমার চন্দ্রর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে
বিডি প্রতিদিন/এনায়েত করিম