চট্টগ্রামে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফরিদুল আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল শুক্কুরকেও (৬৫) গ্রেফতার করা হয়। বুধবার দুপুর দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানা পুলিশ জানায়-কালামিয়া বাজার এলাকায় টাকার বিনিময়ে বিরোধপূর্ণ জমি দখল-বেদখল, দালালি, চাঁদাবাজির সাথে যুক্ত রয়েছেন ফরিদ। লাভের জন্য নানাজনের বিরুদ্ধে একের পর এক মামলা করে আসছিলেন ফরিদ। ইতিমধ্যে এমন কিছু মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।
বাকলিয়া থানার এসআই মো. আলমগীর বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ফরিদ ও শুক্কুরকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করে আদালত। এ প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার