চট্টগ্রাম নগরের পুরাতন ফিশারিঘাট এলাকায় যাত্রীবাহি টেম্পু উল্টে এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম কৃষ্ণ কুমার চন্দ (৪৫)। তিনি পাথরঘাটা বংশাল রোড এলাকায় থাকতেন। কৃষ্ণ কুমার চন্দ এক কন্যার জনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাত ১টার দিকে চাকতাই-কোতোয়ালী রুটের টেম্পুতে চড়ে বাসায় আসার সময় ফিশারিঘাট এলাকায় যাত্রীবাহী টেম্পু উল্টে যায়। আহত দুই যাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর