চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক স্বপন কুমার মহাজন (৬৭) পরলোকগমন করেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার মহাজন মস্তিষ্ক রক্তক্ষরণের কারণে দীর্ঘদিন ধরে আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে চট্টগ্রাম ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি শোক প্রকাশ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন