স্বাধীনতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৫০ শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং সোশ্যাল এক্টিভিজম বাংলাদেশ (ওয়াইস্যাব)।
বুধবার দুপুরে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ইরা বিদ্যা নিকেতনে এ সেবা দেওয়া হয়।
কর্মসূচিতে স্কুলে অধ্যয়নরত প্রায় ৫০ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া শিশুদের পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন ওয়াইস্যাবের চিকিৎসক ডা. মিনাজ ফারহানা সোনিয়া, ডা. সৈয়দা ফাহিয়া মাহমুদ ও ডা. মাহিয়া মেহনাজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়াইস্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হামিদ হোছাইন আজাদ, সাধারণ সম্পাদক ডা. আতাউল হোসেন লাবিব, সদস্য নওশীন মোস্তফা, আশরাফুল আলম, ফারিহা বিনতে আমিন, তমা সেন, ফারহাতুন ইসলাম, অন্তরা দে, তাসনিয়া তাবাসসুম, তাসনিয়া ইশরাত প্রথমা, মঈন উদ্দীন এবং ইরা বিদ্যানিকেতনের সুজিত রুদ্র, তারমিন আক্তার, সাজ্জাদ হোসাইন, মো. হাসানুল হক কবির, মো. একরামুল ইসলাম প্রমুখ।
ওয়াইস্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, ‘আমরা প্রতিনিয়তই সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সেবা ও ওষুধ দিয়ে আসছি। বিশেষ করে গ্রাম পর্যায়ের অবহেলিত শিশু, শহরের তৃণমূলের শিশু, বস্তিতে বাস করা শিশুসহ সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ এবং পরিচ্ছন্ন বিষয়ে সচেনতনা প্রদান করি।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন