চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় মোটর সাইকেল-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. সাজ্জাদ (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ নগরের ২ নম্বর গেইট আল ফালাহ গলির মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, মদুনাঘাট এলাকায় মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সাজ্জাদকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর