‘ইট পাথরের নগরীতে হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা। বুক ভরে নিশ্বাস নিতে এবং পুষ্টির উৎস হিসেবে বর্তমানে ছাদকৃষির বিকল্প নেই। নগরীর প্রতিটি ছাদে বাগান করা গেলে নির্মল অক্সিজেন যেমন পাওয়া যাবে, তেমনি পুষ্টিও মিলবে।’
অনলাইন ভিত্তিক ছাদ বাগানীদের সংগঠন ‘চট্টগ্রাম বাগান পরিবার’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিকেলে নগরীর বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের মাহবুব আলী হলে সংগঠনের সদস্য ফরিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যাক্সেস আপিলাত ট্রাইবুনালের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ (বাদল সৈয়দ), লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫, বি- ৪-এর গভর্নর নাসির উদ্দিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ম. আমিনুল হক চৌধুরী, পিটিআই চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট কামরুন্নাহার ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চার ব্যক্তি ও প্রতিষ্ঠান, পাঁচজন সেরা বাগানী এবং সংগঠনের ১০ জন সদস্যকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার