গৃহকর্তার নির্যাতন থেকে বাঁচতে ছয় তলার কার্নিশ থেকে বেয়ে নামার চেষ্টা করেছেন এক শিশু গৃহকর্মী। নির্যাতনের শিকার ওই শিশুর নাম কবিতা রানী (১১)।
মঙ্গলবার বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন কাজীরদেউরী এলাকার স্যানমার অ্যালোভেরা ভবনে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই শিশু নির্যাতনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী রাসেল বড়ুয়ার পরিবারকে অভিযুক্ত করছেন।
নির্যাতনের শিকার শিশু কবিতা বলেন, দুই হাজার টাকা বেতনে পাঁচ দিন আগে রাসেল বড়ুয়ার বাসায় কাজ করতে আসি। আসার পর থেকেই তার উপর নির্যাতন শুরু করে গৃহকর্তা রাসেলের স্ত্রী। মঙ্গলবারও দুই দফায় তার উপর নির্যাতন চালায়। নির্যাতন সইতে না পেরে ছয় তলার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে পানির পাইপ দিয়ে নিচে নামার চেষ্টা করে। পরে দুই তলায় এসে আটকে যায়।
স্থানীয় লোকজন জানায়, দুপুর আড়াইটার দিকে ওই শিশু ছয় তলা থেকে পানির লাইন বেয়ে নিচে নামার চেষ্টা করে। দুই তলায় আসার পর সে আটকে যায়। পরে স্থানীয় দুই যুবক ওই শিশুকে নিচে নামিয়ে আসেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন