চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার ইকবাল বরফকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘অ্যামোনিয়া গ্যাস থেকে ইকবাল বরফকলে আগুন লাগে। কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন