বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক শ্রম ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর স্ত্রী এবং নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর মা জাহানারা বেগম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৭টায় তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসর নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজা শেষে তাকে বাগমনিরাম এলাকায় স্বামীর কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ।
বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৯/আরাফাত