রেলওয়ের অবহেলায় গম বোঝাই বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার তদন্তে চট্টগ্রাম নগরীর সিআরবির রেলওয়ের পূর্বাঞ্চলে আকস্মিক অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের একটি টীম (দুদক)।
এ সময় দুপুরের দিকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমদের কার্যালয়ে গেলেও জিএমকে পাওয়া যায়নি। তবে ওয়াগন পড়ে যাওয়ার ইস্যুকে কেন্দ্র পরির্দশের নামে কৌশলে দুদকের মুখোমুখি হননি বলে সংশ্লিষ্টরা জানান।
মঙ্গলবার দুদকের একটি টিমসহ সিআরবিতে গিয়েছিলেন বলে জানান দুদকের উপ-সহকারি পরিচালক নুরুল ইসলাম।
তিনি বলেন, অফিসে গিয়ে মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। দুদকের হটলাইনে (১০৬) আসা অভিযোগের বিষয়ে জানতে তার কার্যালয়ে যাওয়া হয়। তাকে পাওয়া না গেলেও রেলওয়ের জনসংযোগ কর্মকর্তাসহ কয়েকজনের সাথে কথা হয় ও কিছু কাগজপত্র নিয়ে আসা হয়। তবে এ বিষয়ে আরো বিস্তারিত তদন্ত চলবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন