চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকা থেকে মো. আইয়ুব (২১) নামের এক নকল পুলিশকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে। এ সময় তার গায়ে ছিল পুলিশের ইউনিফর্ম, বুকে নেমপ্লেট, হাতে পুলিশের লাঠি।
আটক আইয়ুব চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ইয়াসিনের বাপের বাড়ির নরুল হকের ছেলে। তার কাছ থেকে ১টি পাসপোর্ট, ১টি লাঠি, ১টি শার্ট, ১টি প্যান্ট এবং ১ জোড়া জুতা জব্দ করা হয়।
পুলিশ জানায়, সে নিজেকে চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনারের দেহরক্ষী পরিচয় দিয়ে বিভিন্ন থানায় গিয়ে কিংবা ফোনে দীর্ঘদিন ধরে তদবির করে আসছে।
আইয়ূবকে আটক করা কোতোয়ালী থানার এএসআই মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, ‘আন্দরকিল্লার মোড়ে আইয়ূব দাঁড়িয়েছিল। আমি ওই এলাকায় ডিউটিতে ছিলাম। বেশ কিছুক্ষণ পরে তার আচরণ দেখে আমার মধ্যে সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞেস করলে সে নিজেকে উপ-পুলিশ কমিশনার স্যারের দেহরক্ষী পরিচয় দেয়। পরে ওসি স্যার বিষয়টি উপ-কমিশনার স্যারকে জানালে তিনি এই নামে উনার কোনো দেহরক্ষী নেই বলে জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার