ইয়াবা সেবনের টাকা না দেওয়ায় পিতাকে হত্যার চেষ্টা চালায় এক পুত্র। এ ঘটনায় পুত্র মো. ইরফানকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, রাহাত্তারপুল এলাকার শেখ মোহাম্মদ লেদুর পুত্র দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায় পরিবারের লোকজনকে মারধর করত। এদিকে শনিবার দুপুরে নেশার টাকা না পেয়ে ইরফান তার ছোট ভাই রবিনকে মারধর ও বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এসময় পিতা তাকে বাধা দিলে ধারালো ছুরি দিয়ে পিতাকে হত্যার চেষ্টা করে। পরে বাকলিয়া থানা পুলিশ ইরফানকে গ্রেফতার করে। এ ঘটনায় ইরফানের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন