১৭ মে, ২০১৯ ১৬:৫৭

একটা ঘরেই দেশি-বিদেশি ২০ পণ্য উৎপাদন!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একটা ঘরেই দেশি-বিদেশি ২০ পণ্য উৎপাদন!

কেবল ছোট্ট একটি ঘর। এই ঘরেই উৎপাদন, প্যাকেট ও বাজারজাত করা হচ্ছে দেশি-বিদেশি প্রায় ২০টি পণ্যের। চাকচিক্যময় প্যাকেটে আকৃষ্টও করছে ক্রেতাদের। অবিশ্বাস্য ও ভয়াবহ এমন চিত্র দেখা গেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারের জগন্নাথ বাড়ি এলাকার একটা কারখানায় পরিচালিত অভিযানে এমন চিত্র দেখা যায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০০ কেজি ভেজাল ও নিম্নমানের চা এবং মসলা জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘অভিযানকালে দেখা যায়, পুরনো নিম্নমানের চা এবং মসলা বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করা হচ্ছিল। মসলার বস্তা ইদুরে কেটে গর্ত করে ফেলেছিল। এসব পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে প্যাকেট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত নিম্মমানের মালামাল ধ্বংস করা হয়।’


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর