২২ জুলাই, ২০১৯ ১৮:৩৭

চসিক মেয়রের জনতার মুখোমুখি অনুষ্ঠানকে স্বাগত জানাল ক্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চসিক মেয়রের জনতার মুখোমুখি অনুষ্ঠানকে স্বাগত জানাল ক্যাব

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের দায়িত্ব গ্রহণের চার বছর পূতি উপলক্ষ্যে জনতার মুখোমুখি অনুষ্ঠানকে স্বাগত জানাল ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। সোমবার ক্যাব চট্টগ্রামের সভাপতি এস. এম নাজের হোসাইন এক বিবৃতিতে এ কথা জানান।   

বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৫ জুলাই নগরে বাস্তবায়নকৃত স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জনতার মুখোমুখি হওয়ার উদ্যোগটি ইতিবাচক। এটি ক্যাব ও নগরবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। এ ধরনের উদ্যোগের জন্য সিটি মেয়রেকে প্রতি ধন্যবাদ জানাই।’  

ক্যাব নেতৃবৃন্দ বলেন, ‘জনতার মুখোমুখি যেন সত্যিকারের নাগরিক সমাবেশ হয়। সকল শ্রেণী-পেশার প্রতিনিধিত্ব যেন নিশ্চিত হয়। সে জন্য প্রকৃত নাগরিকদের আমন্ত্রণ জানানো ও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে বর্তমান নগর ভবনে সিটি মেয়র যেভাবে সারক্ষণ কিছু সুবিধাবাদী চাটুকারবেষ্ঠিত থাকেন, সেভাবেই অনুসারী ও সমর্থকদের সমাবেশ হলে, এটি হাস্যকর ও উপহাসের পাত্র হতে পারে। যা জনসাধারণ ও নাগরিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হওয়ার সম্ভাবনা থাকে। নগরীর নাগরিকগণ, যারা সিটি কর্পোরেশনের যাবতীয় কার্যক্রম পরিচালনায় কর দিয়ে সহযোগিতা করে আসছেন, তাদের ভোগান্তি, হয়রানি ও সমস্যার কথা নগর পিতাকে জানানোর সুযোগ থাকে না। কিছু নিরাপত্তারক্ষীর অযোচিত বাড়াবাড়ি, নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ এ সাধারণ মানুষসহ ভুক্তভোগীরা নগর ভবনে প্রবেশে প্রতিনিয়তই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, সিটি মেয়রের কিছু অনুসারী ও সুবিধাবাদী লোকজন প্রতিনিয়তই ভিড় জমিয়ে সাধারণ জনগণের প্রবেশাধিকার খর্ব করেছেন।’

বিবৃতিদাতারা হলেন, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, যুগ্ম সম্পাদক আবু মোশারফ রাসেল, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর