চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের টেস্ট করাতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়ার্ড থেকেই দায়িত্বশীলরা নানা অজুহাতে হাসপাতালে টেস্ট না করে বাইরে থেকে করতে বলা হচ্ছে। ফলে রোগীরা বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র থেকে টেস্ট করাতে বাধ্য হচ্ছে বলে জানা যায়।
আজ দুপুরে একাধিক রোগী অভিযোগ করে বলেন, ‘আমাদের ডেঙ্গু হয়েছে কিনা নিশ্চিত এবং অপরাপর রোগ পরীক্ষার জন্য বলা হলে ওয়ার্ডে কর্মরতরা এসব টেস্ট বাইরে থেকে করতে বলছেন। সরকারি হাসপাতালে টেস্ট করা এবং রিপোর্ট হাতে পেতে বিলম্ব হবে- এমন কথা বলে প্রাইভেট ল্যাব থেকে টেস্ট করতে বলা হচ্ছে।
চমেক হাসপাতালে উপ পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘সরকার হাসপাতালকে ১০০ রোগীর ডেঙ্গু শনাক্ত করার মত রি-এজেন্ট দিয়েছে। এসব গরীব রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তাই অপেক্ষাকৃত গরীব রোগীদেরই আপাতত বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হচ্ছে। তবে অন্যান্য টেস্ট হাসপাতালে করার ব্যবস্থা থাকলেও দীর্ঘ লাইন এড়াতেও অনেকে বাইরে থেকে টেস্ট করায়।’
দুপুরে হাসপতালের ১৩ নং ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য চালু করা পৃথক ব্লুকে গিয়ে দেখা যায়, এ ওয়ার্ডেই ডেঙ্গু রোগে আক্রান্ত ২১ জন রোগী ভর্তি আছে। তাছাড়া ১৪ এবং ১৬ নং ওয়ার্ডেও ডেঙ্গু রোগী ভর্তি আছে। দুপুর পর্যন্ত এ তিন ওয়ার্ডে মোট ৬১জন রোগী ভর্তি আছে। তবে গত রবিবার সকাল ১০ থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন একজন অভিযোগ করে বলেন, ‘ডেঙ্গু হয়েছে এমন ধারণা করে চিকিৎসক এ ওয়ার্ডে ভর্তি করেছেন। আজ সোমবার সকালে বেশ কিছু টেস্ট করতে বলা হয়েছে। কিন্তু এখানে কর্মরতরা বলছেন, ‘হাসপাতালে টেস্ট করালে রিপোর্ট পেতে বিলম্ব হবে বলে প্রাইভেট ল্যাব থেকে করাতে বলেন। সব টেস্ট করাতে প্রায় সাড়ে ৫ হাজার টাকা খরচ হয়েছে।’
প্রসঙ্গত, চমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডে তিনটি ব্লক চালু করা হয়। প্রতি ব্লকে ২০ জন করে রোগী চিকিৎসা নিতে পারবেন। নতুন ব্লকগুলোর প্রতিটি শয্যায় আক্রান্ত রোগীদের মশারি টাঙিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ এসব মশারি সরবরাহ করেছে। পাশাপাশি ডেঙ্গুর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম।
চসিকের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় চসিক জেনারেল হাসপাতালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বর শনাক্ত করতে এনএস-১, সিবিসি ও প্লাটিলেট পরীক্ষা করা হবে। তাছাড়া নগর স্বাস্থ্য কেন্দ্রও প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ২টা পর্যন্ত ডেঙ্গু বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেবে।
এ সময় মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চসিক। নগরবাসীকে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ও সংক্রমণ থেকে রক্ষায় ইতোমধ্যে ৪১টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, মাইকিং, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার ও এডিস মশা নির্মূলে স্প্রে করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার