চট্টগ্রামে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তরা চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। বর্তমানে চট্টগ্রামে জুলাই মাস পর্যন্ত মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় ১২ জন নতুন রোগী শনাক্ত করে। এসব রোগী নগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্যদিকে চমেক হাসপাতালে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়। এসব রোগী হাসপাতালে চিকিৎধীন আছেন।
সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘চট্টগ্রামে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। তারা সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার