চট্টগ্রামে ছেলেধরা গুজব রটানোর অভিযোগে পুলিশ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার হাসপাতাল রোডের বদিউল আলমের ভবন থেকে আলমগীর বিন কবির (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়াহাট এলাকার কবির আহমদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘ওই ব্যক্তি ছেলেধরার গুজব রটাতে নবজাগরণ শিল্পী গোষ্ঠীর নামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ভিডিওচিত্র তৈরি করে ছড়িয়ে দিয়েছিল। ভিডিওতে ‘পদ্মাসেতু এবং ছেলেধরা কল্লাকাটা’ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদ্রাসায় একা না পাঠানোর কথা বলা হয়। আলমগীরের কাছ থেকে ভিডিওচিত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। তার সহযোগিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার