চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ পিস চিংড়ি পোনা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পোনা পরিবহনের দায়ে বাস চালক আবুল বশরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশের বট্টল পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সীতাকুন্ডের ইউএনও মিল্টন রায় জানান, উপকূলীয় এলাকা থেকে চিৎড়ি পোনা ধরা ও সংরক্ষণ নিষিদ্ধ হলেও একটি চক্রটি দীর্ঘদিন করে এ কাজটি করে আসছে। পরে বৃহস্পতিবার রাতে খুলনায় চিংড়ি পোনা নিয়ে যাওয়া হচ্ছে গোপন সংবাদে একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে সেখান ৩ লাখ পিস পোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা চিংড়ি পোনার মধ্যে ৭০ হাজার গলদা চিংড়ি পোনা মিঠা পানিতে এবং ২ লাখ ৩০ হাজার বাগদা চিংড়ি পোনা সাগরের নোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। নিষিদ্ধ পোনা পরিবহনের দায়ে বাস চালক আবুল বশরকে (৪৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন