চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, ডেঙ্গু রোগীদের জন্য সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা এবং বেসরকারি হাসপাতালের জন্য ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এরপরেও কিছু কিছু জায়গায় বাড়তি ফি নেওয়ার অভিযোগ আসছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে আয়োজিত সপ্তাহব্যাপী মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আবদুল মান্নান বলেন, ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। এই রোগের প্রাদুর্ভাব নিয়ে কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়াচ্ছে। সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৭ হাজার কিন্তু প্রচার করা হচ্ছে এক জেলাতে ১৭ হাজার। তাই এসব গুজবে কান দেবেন না।
তিনি বলেন, সরকারি মহিলা কলেজে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজনের উদ্দেশ্য হচ্ছে- শিক্ষকদের অনেক দায়-দায়িত্ব আছে। শিক্ষকরা তাদের নিজ নিজ স্কুল-কলেজে শিক্ষার্থীদের মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে পারেন। শিক্ষার্থীরা সচেতন হলে তাদের পিতা-মাতাকে সচেতন করবে। নিজ দায়িত্বে বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখবে।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক (কলেজ শাখা) প্রফেসর গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ কুমার চক্রবর্তী, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চেীধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন