৫ আগস্ট, ২০১৯ ০০:২০

চট্টগ্রাম থেকে ৬৮ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার মালিকদের

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম থেকে ৬৮ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার মালিকদের

জরিমানার প্রতিবাদে চট্টগ্রাম থেকে ঢাকা-বেনাপোলসহ ৬৮টি রুটে ডাকা ধর্মঘট পাঁচ ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের আশ্বাসে এই ধর্মঘট প্রত্যাহার করেন সমিতির নেতারা।

রবিবার রাত ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বাসমালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা 
দেওয়া হয়। 

এর আগে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নগরীর বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান চালায় বিআরটিএ। 
এসময় যাত্রীদের কাছ থেকে সাড়ে ৭শ’ টাকার ভাড়া ১২শ’ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ পাওয়া যায়।

পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস মালিককে জরিমানা করা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম থেকে ঢাকাসহ সব রুটের বাস বন্ধের ঘোষণা দেয়া হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ধর্মঘটের ঘোষণা দেয়ার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকে বসেন সমিতির নেতারা। পরে ঘণ্টাখানেক পর বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।

তিনি জানান, ভাড়া নিয়ে অনভিপ্রেত ঘটনা ঘটবে না বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন। এতে আমরা কর্মসূচি থেকে সরে এসেছি। এখন আবার সব রুটের বাস ছাড়া হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর