চট্টগ্রাম নগরের হালিশহর থানার পশ্চিম রামপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আফসানা জাহান তাসমির (১৬) মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। আফসানা জাহান তাসমি পশ্চিম রামপুরা মকবুল আহমেদ বাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, ‘বাসার সামনে উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় তাসমি। পরে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন