চট্টগ্রামের বোয়ালখালীর মধ্যম কড়ল ডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ির মৃত হাকিম মিয়ার ছেলে আবদুল আলম (৬০)। দীর্ঘ পাঁচ বছর ছিলেন মধ্যপ্রাচ্যে। আগামী মাসে যাওয়ার কথা ব্রুনাই। কিন্তু ব্রুনাই যাওয়ার আগেই চলে গেলেন না ফেরার দেশে। বোয়ালখালীর জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে পরপারে চলে যেতে হলো। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আলম ৪ কন্যার জনক।
স্থানীয়র সূত্রে জানা যায়, ভোরে হাতির পাল আসার খবর পেয়ে নিজের জমি দেখতে গিয়ে হাতির কবলে পড়েন তিনি। পালাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ‘হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নিহতের ভাগ্নে আব্দুল মান্নান বলেন, ‘১০-১২দিন পর আবদুল আলম ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। হাতির পাল থেকে ক্ষেতের ফসল বাঁচাতে রাত জেগে গ্রামবাসী পাহারা দেয়। ভোরে একদল হাতি পাহাড়ের পাদদেশে নেমে এলে পাহারাদাররা পালিয়ে যায়, কিন্তু পালাতে পারেননি আব্দুল আলম। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার