জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শতবর্ষ পূর্ণ উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উদ্যাপন কমিটির প্রথম সভা চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আগামী প্রজম্মের কাছে বঙ্গবন্ধুর আর্দশ তুলে ধরতে নগরীর বাটালী হিলে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’, পাহাড়তলী শেখ রাসেল পার্ক এবং বঙ্গবন্ধু সড়কের বড়পুল গোল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। তাছাড়া চসিক পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, রক্তদান কর্মসূচি, ‘ছোটদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামক গ্রন্থ বিতরণ, ১০০ সড়কের পাশে বৃক্ষ রোপন, প্রত্যেক ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান, ছাদ ও আঙ্গিনায় বাগানকারীদের ১০ শতাংশ গৃহকর মওকুফ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডে বছরব্যাপী আলোচনা, দোয়া মাহফিল, প্রধান প্রধান সড়ক সমূহের পাশে নির্মিত বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রং করা, বঙ্গবন্ধুর মূর্যাল স্থাপন, বর্ণাঢ্য র্যালী, গুরুত্বপুর্ণ সড়ক ও মোড়ে এলইডি সাইনে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের চিত্র ও বক্তব্য প্রদর্শন, বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৯ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা, বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডোর গেমস্, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও সকল সেবা প্রতিষ্ঠানে আলোকসজ্জা।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দার, সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাসিম ভূইয়া, সিডিএ উপ সচিব অমল গুহ, সিএমপি’র পুলিশ সুপার মো. মঞ্জুর মোরশেদ, সহকারী কমিশনার নুর জাহান আজগর সাথী, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী আবরার হোসেন, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী সজিব বড়ুয়া, সোহেব আহম্মদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক দেবী রানী দে প্রমুখ।
সিটি মেয়র বলেন, আগামী মাসে এ কর্মসূচি চূড়ান্ত করা হবে। বঙ্গবন্ধু জনসভায় যোগদান ছাড়াও অনেক সামাজিক অনুষ্ঠানে এসেছেন। অনেকের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল। এ নগরীতে স্মৃতি জাতির পিতার। পায়ে হেঁটে, রিকশায় চড়ে অনেক জায়গায় গেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার