চট্টগ্রামে কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার রাতে নগরের চকবাজার এলাকা থেকে টিনুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি দল। এরপর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘গত সোমবার বিকেলে মহানগর মুখ্য হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে পাঁচলাইশ থানা পুলিশ টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত টিনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার