চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে মো. রাজু নামে এক পেশাদার ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। অভিযানে খুলশী থানার উপ-পরিদর্শক হুমায়ন এবং কনস্টেবল গিয়াস মারাত্বকভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট পাটকেল ছুঁড়তে থাকে ছিনতাইকারীরা। পুলিশকে পাল্টা গুলি ছুঁড়লে ছিনতাইকারী চক্রের সদস্যরা পিছু হটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে গ্রেফতার করা হয়। অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়। ওসি বলেন, গ্রেফতার হওয়া রাজু একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক