ওরা তিন জন। ঘুরে বেড়ায় দেশের অভিজাত সব বিপণি বিতানে। সংঘবদ্ধ চক্রটি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে কৌশলে বিক্রেতাকে রাখেন ব্যস্ত। একজন পণ্য দেখার ছলে বিক্রেতাকে রাখেন ব্যস্ত, অন্যরা এ সুযোগকে কাজে লাগিয়ে চুরি করেন দোকানের দামি পণ্য। খালি করে ক্যাশ বক্স। নিয়ে যান মোবাইল।
এভাবে গত কয়েক বছরে দেশের কমপক্ষে ৫শ’ দোকান থেকে চুরি করেছে অভিনব কৌশলে। অবশেষে দুর্ধর্ষ এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জয়নাল, মো. জসিম এবং নাঈম উদ্দিন রিয়াজ। শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘এ চক্রের সদস্যরা অভিনব কায়দায় বিক্রেতাকে ব্যস্ত রেখে দোকানের মূল্যবান জিনিসপত্র চুরি করে। এমনকি ক্যাশ বক্সও চুরি করেন সুকৌশলে। তারা গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে পাঁচ শ’ টি দোকান চুরি করেছে।’
ওসি বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর বাকলিয়া এলাকার একটি দোকানে প্রবেশ করে অভিন্ন কৌশলে চুরি করে চক্রটি। ওই দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই চক্রটিকে গ্রেফতার করা হয়।’
জানা যায়, এ চক্রের সদস্যরা ক্রেতা সেজে অভিজাত শপিং মলে প্রবেশ করে। এরপর দোকানের কম কর্মচারী আছে এমন দোকানকে টার্গেট করে। তারা একজন পণ্য দেখার নাম করে বিক্রেতাকে ব্যস্ত রাখে। অন্যরা এ সুযোগকে কাজে লাগে দোকানের দামি সব পণ্য কৌশলে চুরি করে। শুধু তাই নয় দোকানীর দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করে ক্যাশ বক্স ও মোবাইলও চুরি করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন