পাড়ায়-মহল্লায় যারা মাদক ও জুয়ার কারবারে যারা জড়িত তাদের খুঁজে বের করে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা জ্ঞাতসারে কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবো না। কোনোভাবেই সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক এবং দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। এসবের বিরুদ্ধে এখন যে অভিযান চলছে সেটাকে শতভাগ সমর্থন করবো।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চান। তাই এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। যার প্রতিফলন ও প্রয়োগ আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি।
তিনি বলেন, কয়েকদিন আগেও এমন অবস্থা ছিল- জুয়াড়িদেরকে পরিবার পরিজন কাছে পেতো না, চোখের দেখা দেখত না। সারাদিন জুয়ার আড্ডায় কাটত তাদের বিভৎস জীবন। আজ শুদ্ধি অভিযানের কারণে স্ত্রীরা ফিরে পেয়েছে তাদের স্বামী। সন্তানরা ফিরে পেয়েছে তাদের বাবাকে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, এখানে আমরা যারা আছি সবাই নগরের কোথাও না, কোথাও বাস করি। আমাদের এলাকায় কারা অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে তাদের আমরা চিনি। না চিনলে তাদের খুঁজে বের করুন। অপরাধী যে দলেরই হোক তাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী অন্তরে যা ধারণ করেন, সেই ধারনা মুখ দিয়ে প্রকাশ করেন। তিনি মুখ দিয়ে যা প্রকাশ করেন তা জীবন দিয়ে বাস্তবায়ন করেন। তার সাহসী নেতৃত্বেই বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার কারণে সারা বিশ্ব এখন অবাক হয়ে শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। তাকে বিশ্বনেত্রী হিসেবে সম্মান করছে। এতো এতো উন্নয়ন, এতো এতো সাফল্য তিনি বাবার পরিচয়ে কিংবা সরকার প্রধান পরিচয়ে পাননি। পেয়েছেন নিজ যোগ্যতায়।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নঈম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এমএ রশিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ