প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের মিলনমেলার আয়োজন করেছে এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ। তরুন রাজনীতিবিদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু'র ব্যবস্থাপনায় শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" বিতরণ করা হয়।
আজ শনিবার নগরীর শাহ ওয়ালী উল্লাহ ইনিস্টিউটে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ'র (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র, আওয়ামী লীগ নেতা বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
তরুন সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু'র সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ মনির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, মাউশি'র উপ-পরিচালক প্রফেসর মোঃ শাহেদুল ছবির চৌং, মাউশি চট্টগ্রাম এর পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম, ২১ নং জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন আহমেদ, নবীন মেলা চট্টগ্রামের সভাপতি মোঃ হারুন, জামালখাঁন ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিম উদ্দিন চৌং, ২১ নং জামালখাঁন ওয়ার্ড যুবলীগ নেতা ইকবাল আহমেদ ইমু, সরোয়ার আলম বাপ্পা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জহির, বিকাশ দাস, মোঃ মনির হোসাইন, মোঃ রুবেল, মোঃ হান্নান, মাঈনউদ্দিন সনজু, মাইকেল বিশ্বাস, ওমর ফারুক ওয়াহেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ এর সদস্য মোশরাফুল হক চৌং পাভেল, রিপন ঘোষ, নিজাম উদ্দিন সাঈফুল, রুবেল সরকার, ইরফানুল আলম তানিম, ইমতিয়াজ উদ্দিন ইরফান, মোঃ গিয়াসউদ্দিন রিয়াজ, শাওন মিত্র টিপু, রুবেল আহমেদ, মোঃ মহসিন, ২১নং জামালখাঁন ওয়ার্ড ছাত্রলীগ নেতা আসিফ হোসেন রাকিব, অভি রায় মোঃ ইলিয়াস হোসেন, ফয়সাল হোসেন, মোঃ রাকিব, মোঃ মারুফ, আব্দুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ