চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যালয়ের বারান্দা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম আবু সুফিয়ান (৩৮)। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে জানিয়েছে পুলিশ।
আজ রবিবার সকালে কলাউজান হিন্দুরহাট এলাকার কলাউজান কিন্ডারগার্টেন ইনস্টিটিউটের বারান্দায় লাশটি পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলাউজান কিন্ডারগার্টেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে স্কুলে আসলে বারন্দায় আবু সুফিয়ানের মৃতদেহ দেখে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, একটি কিন্ডারগার্টেন স্কুলের বারান্দা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে ।
নিহতের ছোট ভাই আবু তালেব বলেন, তার ভাই শনিবার দুপুর পর্যন্ত বাড়িতে ছিল। রাতে বাড়িতে না যাওয়ায় রাতভর অনেক খোঁজাখুঁজি হয়। এটা খুন বলে দাবি করছেন আবু তালেব। নিহত আবু সুফিয়ান ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ