চট্টগ্রামের হাটহাজারীতে ঘরে ঢুকে অস্ত্রেরমুখে শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণ মামলার রায়ে আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রবিবার বিকালে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মোতাহের আলী এই রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন মো. সোহেল (৩২) পিতা মৃত আব্দুস শুক্কুর, মোহাম্মদ মহিউদ্দিন (২৮) পিতা মৃত আজিজুল হক, ফয়েজ আহমদ (৩০) পিতা মৃত তোফায়েল আহমদ। মামলায় বাদী পক্ষের আইনজীবী এম এ নাসের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ মে রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার ফতেহপুর মফজল মেম্বারের বাড়ির গৃহবধূ ফারজানা বেগম (২৫) এর ঘরে প্রবেশ করে আসামিরা। এ সময় ৩ আসামি তার শিশু সন্তানকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন নির্যাতিত গৃহবধূর স্বামী মো. আরিফ বাদী হয়ে হাটহাজারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ৪৫ (৫)১৭। পুলিশ ৩ আসামিকে গ্রেফতার এবং তদন্ত শেষে ১৭/১১/২০১৭ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে ২০১৭ সালের ৩ জুন প্রধান আসামি সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। মামলার বাদী এবং ভিকটিমসহ ৬ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রবিবার এই রায় প্রদান করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব