ওরা চার জন। রিক্সা নিয়ে ঘুরে বেড়ান নগরীর অলি-গলি। পরিচয় দেন কখনো ছাত্রলীগ নেতা, কখনো বা যুবলীগ নেতা। পরিচয় যাই দেন, পেশা তাদের অভিন্ন। চার জনই ছিনতাই করে ঘুরে বেড়ান নগরীতে। অবশেষে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
তারা হলেন- মো. নজরুল ইসলাম, মো. তমিজউদ্দিন, মিঠুন দেব এবং মো. হাসান। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুইটি ছুরি, মোবাইল, ব্যাংকের মাস্টার কার্ড জব্দ করা হয়। রবিবার রাতে নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, এ চক্রের সদস্যরা ব্যাটারি চালিত রিক্সা করে মাদারবাড়ি, নিউমার্কেট মোড়, চান্দগাঁও আবাসিক, লাভলেইন মোড়, নেভাল মোড়সহ নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তারা পথে কোন ব্যক্তিকে একা ফেলে নিজেদের যুবলীগ কিংবা ছাত্রলীগ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ওসি বলেন, রবিবার রাতে ডিসি হিল এলাকায় পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার