চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি হাছিরপাড়া এলাকায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হল- আব্দুল গফুরের ছেলে মো. জিহাদ (৬) ও আব্দুল্লাহ আল তাওহিদ (৪)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় মহিউদ্দিন ও আবদুল করিম বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদেরকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় কোন খবর পায়নি বলে জানান লোহাগাড়া থানার এসআই আবদুল হালিম।
বিডি প্রতিদিন/এ মজুমদার