চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এক পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নজরুল ইসলাম নামে এক জন মারা গেছেন। অগ্নিদগ্ধ সেলিনা কলি, হাজ্জাজ, আজবির, মনোয়ারা বেগম ও জুবাইদাকে চমেক থেকে ঢাকার বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জহির।
তিনি বলেন, চান্দগাঁও থেকে আসা অগ্নিদগ্ধদের অবস্থা খারাপ হওয়ায় চমেক হাসপাতাল থেকে বিকেলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতাল বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. নাফিজ আলম বলেন, অগ্নিদগ্ধ ছয় জনকে আনা হয়েছিল। চকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে একজন মারা গেছেন। এদের মধ্যে আগুনে সেলিনা কলির শরীরের শতকরা ১৫ ভাগ, হাজ্জাজের ২৫ ভাগ, আজবিরের ১৫ ভাগ, মনোয়ারা বেগমের ৭০ ভাগ ও জুবাইদার ১৭ ভাগ দগ্ধ হয়েছে।
চান্দগাঁও থানার ওসি আবুল কালাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে ঘরের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার