চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মো. আইয়ুব (২৬) নামের হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। নিহত আইয়ুব (২৬) হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার মো. সোলায়মানের ছেলে। সোমবার নগরীর অনন্যা আবাসিক সংলগ্ন দক্ষিণ কুয়াইশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চান্দগাঁও থানার ওসি আবুল কালাম।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর কালুরঘাট বিসিক এলাকায় দুইজন শ্রমিক ছিনতাইয়ের শিকার হন। এ সময় বাচ্চু হাওলাদার নামে এক শ্রমিক বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর ভিডিও ফুটেজ সংগ্রহ করে এক আসামিকে গ্রেপ্তারের পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। এর তথ্যমতে অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। এ হত্যার ঘটনায় জড়িত কয়েকজন দক্ষিণ কুয়াইশ এলাকায় অবস্থান করার খবর পেয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
তিনি বলেন, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থল থেকে একটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার