চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়ায় একটি ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১টার দিকে স্থানীয় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, ‘কক্সবাজারের উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ড আসে ৪৫ জন রোহিঙ্গা। এরপর তারা একটি কারখানায় কাজ নেয়। মোবারক হোসেনের ঘর ভাড়া নিয়ে তারা সেখানে অবস্থান করছিল। খবর পেয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার