দেশজুড়ে অস্থিরতা চলছে পিয়াজের মূল্য নিয়ে। সরকারও এ নিয়ে বিব্রত। প্রশাসন চালাচ্ছে অভিযান। এমন স্পর্ষকাতর সময়ে রড সিমেন্টের দোকানেই মিলল পাঁচ টন পিয়াজ। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়ে ৫ টন পিয়াজ জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভার আমির হোসেনের মালিকানাধীন গোডাউনে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। তবে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চলছে বলে জানা যায়।
মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘১১ সেপ্টেম্বর ভারত থেকে ক্রয় করা প্রায় ৫ টন পিয়াজ রড-সিমেন্টের গোডাউনে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ী আমির হোসেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে পিয়াজ বিক্রির জন্য তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন। প্রাথমিকভাবে গোডাউনে থাকা ৫ টন পিয়াজ জব্দ করা হয়েছে। অভিযান শেষ হলে এসব পিয়াজ আমদানি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম