চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ার হাট এলাকা ট্রেনে কাটা পড়ে মো. নজরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম জোরারগঞ্জের নয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
রেলওয়ের বারৈয়ারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হাসান বলেন, ‘রেল লাইনের পাশে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার