নাগরিক সমস্যা, সংকট নিয়ে আলোচনা এবং সংকট থেকে উত্তরণ ও সেবার পরিধি বাড়াতে দেশের ১২টি সিটি কপোরেশনের গোলটেবিল বৈঠকের আয়োজন করবে। মেয়রদের নিয়ে গড়ে ওঠা প্ল্যাটফরম এ বৈঠক আয়োজন করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে প্ল্যাটফরমের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার বিকালে কনফারেন্স হলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন যৌথ আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। এসময় ডিএনসিসি ও চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ডিএনসিসি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, ফ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম মঞ্জুর হোসেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ঢাকা মেয়রের একান্ত সচিব শাহ মোজাহিদ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল ইসলাম এবং চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ।
সভায় চসিকের শিক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনার তথ্যচিত্র প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম রাজস্ব আদায় ও এস্টেটের বিস্তারিত তুলে ধরেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ভাববিনিময়ের কোনো বিকল্প নেই। পরস্পরের মধ্যে অভিজ্ঞতা ও ভাববিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যা আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় সঠিকভাবে সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। পূর্ব অভিজ্ঞতা নিয়ে যেকোনো প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জিত হয়। এ অভিজ্ঞতা আমাদের চলার পথে পাথেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার