১৩ ডিসেম্বর, ২০১৯ ১৬:২৩

অপারেশন জ্যাকপট ইতিহাসে বিরল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অপারেশন জ্যাকপট ইতিহাসে বিরল

'অপারেশন জ্যাকপট'র মত অপারেশন পৃথিবীরর ইতিহাসে আর একটা হয়নি। এতো নির্ভুল পরিকল্পনা অন্য কোনও অপারেশনে হয়নি। এ অপারেশন পৃথিবীর ইতিহাসে বিরল। গতকাল বৃহস্পতিবার রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রাম আয়োজিত বিজয় মঞ্চে স্মৃতিচারণ অনুষ্টানে এসব কথা বলেন বক্তরা।

বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন রাশেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অপারেশন জ্যাকপটের প্রধান কমডোর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম, নৌ কমান্ডার বশির উল্লাহ মজুমদার, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা  ডা. মাহফুজুর রহমান, খোরশেদ আলম, সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ।

এ ডব্লিউ চৌধুরী বলেন, আকাশ বানী'তে দু'টি গান প্রচারের মাধ্যমে জ্যাকপটের অপারেশনের পরিকল্পনা হয়। পঙ্কজ মল্লিকের দু'টি গানের একটি ছিল অপারেশনের প্রস্তুতির। অন্যটি ছিল চূড়ান্ত হামলার। গানের মাধ্যমে নির্দেশনা পেয়ে চুড়ান্ত হামলা করে জ্যাকপটে অংশগ্রহণকারীরা।

বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ বলেন, অপারেশন জ্যাকপট আগামী প্রজম্মের জন্য একটি প্রেরণার নাম। এ প্রেরনাকে কাজে লাগিয়ে বীর বাঙালী বার বার স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরোদ্ধে জয় লাভ করছে।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ-সেলিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর