জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে চট্টগ্রাম নগর এলাকায় বসানো হচ্ছে চারটি কাউন্ট ডাউন ক্লক। ইতোমধ্যে শুরু হয়েছে ক্লকগুলোর নির্মাণ কাজ। আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে আনুষ্ঠানিকভাবে কাউন্ট ডাউন ক্লকগুলো উদ্বোধন করবেন বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরের চার স্পটে কাউন্ট ডাউন ক্লক নির্মাণ কাজ চলছে।
চসিক সূত্রে জানা যায়, আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে মুজিববর্ষ। চসিক আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি পালন করবে। মুজিববর্ষ উপলক্ষ্যে নগরে বসছে চারটি কাউন্ট ডাউন ক্লক। এর মধ্যে আন্দরকিল্লার পুরাতন নগর ভবনের সামনে স্থাপিত হচ্ছে ‘এ ক্যাটাগরির’ একটি বড় আকৃতির ঘড়ি এবং নগরের সার্কিট হাউজের সামনে, আদালত ভবন এলাকা ও শাহ্ আমানত সেতু এলাকায় তিনটি ‘বি ক্যাটাগরির’ ঘড়ি বসানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে অভিন্ন মডেলের ক্লক স্থাপন করা হচ্ছে। এ ক্যাটাগরির ক্লক স্থাপন ও ১০০ দিনের ব্যবস্থাপনায় ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার ৬০৯ টাকা এবং বি ক্যাটাগরির ব্লকের জন্য ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৮২ হাজার ৮২৩ টাকা। চসিক এ ব্যয় বহন করছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষ্যে নগরের জনবহুল চার স্থানে কাউন্ট ডাউন ক্লক বসানো হচ্ছে। আগামী ১০ জানুয়ারি সারাদেশের ক্লকগুলো একসঙ্গে উদ্বোধন করার কথা রয়েছে। জাতীয় পর্যায়ে কর্মসূচি পালনের পাশাপাশি চসিকও বছরব্যাপী কর্মসূচি পালন করবে। নতুন প্রজন্মের মাঝে জাতির জনকের কর্ম ও রাজনৈতিক জীবন তুলে ধরতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি সকল প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলো নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চসিক নানা কর্মসূচি হাতে নিয়েছে। মুজিববর্ষকে আগামী প্রজম্মের কাছে বরণীয় করে রাখতে নগরীর বাটালী হিলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, পাহাড়তলী শেখ রাসেল পার্ক এবং বঙ্গবন্ধু সড়কের বড়পুল গোলচত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।
তাছাড়া চসিক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, রক্তদান কর্মসূচী, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য ‘ছোটদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থ বিতরণ, ১০০ সড়কের পাশে বৃক্ষ রোপন, প্রত্যেক ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান, ছাদ ও আঙ্গিনায় বাগানকারীদের ১০ শতাংশ গৃহকর মওকুফ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডে বছরব্যাপী আলোচনা, নগরীর প্রধান প্রধান সড়ক সমূহের পাশে নির্মিত বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রং করা, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, গুরুত্বপুর্ণ সড়ক ও মোড়ে এলইডি সাইনে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের চিত্র ও বক্তব্য প্রদর্শন, বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৯ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ