চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় এলাকা থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৮২০ গ্রাম কোকেনসহ মো. বখতেয়ার হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
আটক মো. বখতেয়ার হোসেন চট্টগ্রামের রাউজান উপজেলার ঝুঁইপাড়া শফি মেম্বারের বাড়ির জাফর আহমদের ছেলে। তিনি বখতেয়ার নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় বসবাস করেন। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ৮২০ গ্রাম কোকেনসহ বখতেয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। আটক আসামিকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/মাহবুব/শফিক