২২ জানুয়ারি, ২০২০ ১৭:০৪

চট্টগ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শনিবার

জর্ডান, ইরান, মিশর, তুরস্ক, মরক্কো, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের ক্বারিদের অংশগ্রহণের মাধ্যমে আগামী ২৫ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় জমিয়তুল ফালাহ মসজিদে ২০তম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শুরু হবে।  

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে আয়োজিত  সম্মেলনের ব্যবস্থাপনায় আছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এবং সহযোগিতায় আছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। বুধবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব তথ্য জানান পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী রিংকু ।

বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলি ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভিপি মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মুহাম্মদ আনোয়ারুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, ক্বারি আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ খুরশেদুর রহমান, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, সৈয়দ আবদুল লতিফ, মোহাম্মদ দিলশাদ আহমদ, হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ, মুহাম্মদ সিরাজুল মোস্তফা প্রমুখ।   

লিখিত বক্তব্যে বলা হয়, এবারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে বিশ্বখ্যাত ক্বারি মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের কারীম মানসুরী, তুরস্কের হুসাইন তুরকান, জর্ডানের সামিহ আল আসামেনাহ, মরক্কোর শাইখ আহমাদ আল খালদী, মালয়েশিয়ার ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আবদুল্লাহ, থাইল্যান্ডের মুয়াব মুস্তফা ও বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী ক্বিরাত পরিবেশন করবেন। সম্মেলনে মুসল্লিদের জন্য মসজিদ প্লাজা, সামনের মাঠ ও মসজিদের নিচে নারীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে তেলাওয়াত শোনার ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে সুফি মিজানুর রহমান বলেন, ‘শুদ্ধ কোরআন তেলাওয়াতের মুগ্ধতা ছড়িয়ে দিতে এ সম্মেলন। মানুষের প্রতি ভালোবাসা শ্রেষ্ঠ এবাদত। কোরআনের শিক্ষা হৃদয়ের গভীরে ধারণ করতে হবে। প্রতিটি মানব সন্তান সীমাহীন শক্তির আধার। তাদের জনসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ শুধু সোনার বাংলা নয়, হীরের বাংলা হবে।’

বিডি প্রতিদিন/মজুমদার/রেজা মুজাম্মেল       

সর্বশেষ খবর