চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদ।
রবিবার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলে প্রায় সাড়ে তিনমাস দলের বাইরে থাকার পর পুনরায় দলে এবং স্বপদে ফিরলেন চট্টগ্রাম নগর মহিলা দলের এই সভানেত্রী।
কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা গেছে, মহাসচিব বরাবরে আবেদনের প্রেক্ষিতে মনোয়ারা বেগম মনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে তিনি নগর মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অতিরিক্ত প্রশংসা করে বক্তব্য দেওয়ায় গত বছরের ৫ অক্টোবর মনোয়ারা বেগম মনিকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সভানেত্রী করা হয় দলের সিনিয়র সহ-সভানেত্রী ফাতেমা বাদশাহকে। রবিবার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন