চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটির হাট এলাকার মো. হেলাল উদ্দিন। তিনি সম্পন্ন করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের এক বছরের একটা কোর্স। কিন্তু তিনি রীতিমত চেম্বার করছেন দন্ত ও মুখ গহবর চিকিৎসার।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাটির হাট স্কুল মার্কেটে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা, চেম্বারটি সিলগালা এবং চেম্বারের মালামাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘অভিযানে হেলাল উদ্দিনকে জিজ্ঞেস করা হয় আপনি কি দন্ত চিকিৎসক? তিনি বললেন- জ্বি। বিডিএস ডিগ্রি আছে? শিওর, আছে। একটু দেখাবেন? তখন তিনি আমাকে কারিগরি শিক্ষা বোর্ডের এক বছরের কোর্সের একটা অ্যাডমিট কার্ড দেখালেন। এই প্রথম আমি জানলাম যে কারিগরি শিক্ষা বোর্ড থেকেও ডেন্টিস্ট বের হন। অভিযানে চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম