রাউজানে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের নাম আলী আকবর নামে (৪৮)।
আহতরা হলেন, দুলাল দাশ (৩৫) ও সুমন দাশ (৩৫)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চসেক) হাসপাতালে ভর্তি করান। রবিবার সকাল ৯টার সময় উপজেলার গহিরায় রাঙামাটিমুখী পাহাড়িকা বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় একটি সিএনজি অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
রাউজান থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম জসিম জানান, নিহত আলী আকবর (৪৮) রাউজান উপজেলার দক্ষিণ পাঠান পাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের