চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) কার্যালয়ে স্মার্টড্যাশ বোর্ড, ওয়েব পোর্টাল এবং ওয়েব রিপোর্টিং টুলস উদ্বোধন করা হয়েছে। দুপুরে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ড্যাশবোর্ড উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, শেখ তজিবুল ইসলাম, স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোরটিয়ামের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আইটি অফিসার ইকবাল হাসান।
চসিক জানায়, স্মাট ড্যাশ বোর্ড এবং ওয়েব রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে চসিকের প্রত্যেক বিভাগের কর্ম পরিধি স্মার্ট সিস্টেমের আওতায় আসবে। ফলে হাতের মুঠোয় চলে আসবে চসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্ন, প্রকৌশল, সচিবালয়, হিসাব ও রাজস্ব বিভাগের হিসাব নিকাশ। এতে সময় বাঁচবে, প্রক্রিয়া হবে সহজ থেকে সহজতর। নিশ্চিত হবে স্বচ্ছতা। এই প্রক্রিয়ায় প্রতিটি বিভাগকে দিনের কাজ শেষে ওয়েব রিপোটির্ং করতে হবে। প্রতিদিনের সবকটি কাজের তথ্য উপস্থাপিত হবে ডিজিটাল ড্যাশবোর্ডে। এতে সিটি মেয়রসহ চসিক উদ্ধর্তন কর্মকর্তাগণ যেখানেই থাকুন, মুঠোফোন থেকে পুরো সিটি কর্পোরেশনের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এসব তথ্যের মধ্যে থাকছে নগরের বিভিন্ন বাজারে পণ্যের মূল্যতালিকা, বাস, ট্রেন, বিমান ইত্যাদির ভ্রমণ সূচি, নামাজের সময়সূচী, চট্টগ্রাম বন্দরে অবস্থানরত সকল পণ্যবাহী জাহাজে আমদানীকৃত পণ্যের বিবরণ, আবহাওয়ার পূর্বাবাস, হাসপাতাল সমুহের সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা, নগরে জন্ম গ্রহণকারীর সংখ্যা, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানবাহন যানজটের ভিডিও চিত্র, ব্যবহারকারী কর্তৃক ধারনকৃত বিভিন্ন স্থানের স্থির চিত্র ওয়েব পোর্টালে আপলোড করার ব্যবস্থা।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, ‘ড্যাস বোর্ডের মাধ্যমে চসিক একটি নতুন যুগে প্রবেশ করেছে। এর মাধ্যমে কাজের গতি, স্বচ্চতা এবং জবাবদিহিতা বাড়বে। সঙ্গে বাড়বে সেবার গতি ও মান। আমরা চাই, আমাদের সক্ষমতার মধ্যে নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদান করতে। এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/ রেজা মুজাম্মেল