চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বাক্ষর অমিলের কারণে মেয়র পদে স্বতন্ত্র দুই প্রার্থী খোকন চৌধুরী এবং তানজির আবেদীনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একইভাবে জামিনদাতা হিসেবে খেলাফি, ভিন্ন ওয়ার্ডের সমর্থনকারী ও ঋণ খেলাপির কারণে ৯ জনকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মেয়রসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থী এই বাতিলের বিরদ্ধে নানাবিধ যুক্তি দেখিয়ে আপিল করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
রবিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ অদেশ দেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, স্বতন্ত্র ও কাউন্সিলর পদে যাদের মনোনয়ন বাতিল হয়েছে প্রত্যেকের তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আগামী ৯ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাতিল হওয়া ৯ কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ৩৮ নং ওয়ার্ডের মো. হাসান মুন্না (জামিনদাতা হিসেবে খেলাফি), ১৫ নং ওয়ার্ডের মো. আলী আকবর (ভিন্ন ওয়ার্ডের সর্মথনকারী), ১৮ নং ওয়ার্ডের মোহাম্মদ তৈয়ব (ঋণ খেলাপির), ১৯ নং ওয়ার্ডের মহিউদ্দিন মাহমুদ রণি (ঋণ খেলাপির), ১৯ নং ওয়ার্ডের মো আবদুল মান্নান (ঋণ খেলাপির), ৭ নং ওয়ার্ডের মো. সোহেল মাহমুদ (ঋণ খেলাপির), ৪ নং ওয়ার্ডের মো সাইফুল্লাহ খান (ঋণ খেলাপির), ২০ নং ওয়ার্ডের মো হাফিজুল ইসলাম (ঋণ খেলাপির), ৩২ নং ওয়ার্ডের মো. হাবিবুল্লাহ (ঋণ খেলাপির)।
বিডি প্রতিদিন/এ মজুমদার